জোড়া গোলে বার্সার জয়ের নায়ক লেভানডোভস্কি
- আপডেট সময় : ১২:২১:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৭৪ বার পড়া হয়েছে
বেশিরভাগ ম্যাচেই নাটকীয়তায় ঠাসা থাকে শেষ মুহুর্ত। আর যোগ করা সময়ে সেটা বৃদ্ধি পেয়ে উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলে। লা লিগায় গত রাতে সবকিছুই ছাড়িয়ে গিয়েছিল বার্সেলোনা বনাম সেল্টা ভিগোর ম্যাচ। তাতে ২-১ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোলে বার্সার জয়ের নায়ক পোল্যান্ড তারকা রবার্ট লেভানডোভস্কি।
শনিবার (১৭ ফেরুয়ারি) প্রথমার্ধে লেভানডোভস্কি বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরান ইয়াগো আসপাস। এরপর শেষ সময়ে লেভানডোভস্কির পেনাল্টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এক ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা গুছিয়ে খেলতে থাকে। তাতে দশম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় কাতালান ক্লাবটি।তবে ভিটর রোকের পাস থেকে লামিন ইয়ামালের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
এরপর কয়েকটি সুযোগ মিস করে দুই দল। বার্সেলোনা এগিয়ে যায় প্রথমার্ধের যোগ করা সময়ে। ইয়ামালের পাস বক্সের বাইরে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লেভানডোভস্কি। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে সেল্টা। তাতে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। সমতা ফেরান আসপাস। বক্সের বাইরে থেকে ৩৬ বছর বয়সী ফরোয়ার্ডের শটে বল বার্সেলোনার ডিফেন্ডার জুলেস কুন্দের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। টের স্টেগানের কিছুই করার ছিল না।
৫৮তম মিনিটে রোকের বদলি নামা আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার শট ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক। এরপর বলার মতো আর সুযোগ পায়নি কোনো দল। তাতে ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। ছয় মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামাল সেল্টার বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা।
সেখানে লেভানডোভস্কির প্রথম শট ঠেকালেন সেল্টা গোলরক্ষক। তবে পোলিশ তারকা শট নেওয়ার আগেই গোলরক্ষক লাইন থেকে বেরিয়ে আসায় পুনরায় স্পট কিকের সিদ্ধান্ত দিলেন রেফারি। এবার আর ভুল করলেন না লেভানডোভস্কি। তার নৈপুণ্যে জয়ের পথে ফিরল জাভি হার্নান্দেজের দল।