ঝিনাইগাতীতে বন্যার্তদের ত্রাণ দিল ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির
- আপডেট সময় : ১১:২৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের পাঁচটি গ্রামের বন্যা কবলিত ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ঢাকাস্থ শেরপুর জেলা সমিতি উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে এই ত্রাণ বিতরণ করেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে মুড়ি, চিড়া, চিনি, বিস্কুট, কেক, ওরস্যালাইন রয়েছে। এসময় প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাক বলেন, শেরপুর জেলার ঝিনাইগাতীসহ বেশ কিছু ইউনিয়ন এবং গ্রাম প্লাবিত হয়েছে। মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়কারী ও শেরপুর জেলা সমিতির সদস্য মহিউদ্দিন আহমেদ বলেন, পাহাড়ি ঢলে কিছুদিন পরপর শেরপুরের ঝিনাইগাতি, নালিতাবাড়ী প্লাবিত হয়। শেরপুর জেলা সমিতিকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: সাইফুদ্দিন করিম আহম্মেদ মুন্না, দপ্তর সম্পাদক মো: লতিফুল ইসলাম নিপুল, প্রচার সম্পাদক বদিউজ্জামান রিপন তালুকদার ও সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।