টানা দাবদাহে মধ্যরাতে ঢাকায় বৃষ্টি নগরবাসীর স্বস্তি
- আপডেট সময় : ১০:৪২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
তখন মধ্য রাত। বৃহস্পতিবার পেরিয়ে ঘড়ির কাটা তখন শুক্রবার ছুঁয়েছে। হাঠৎ বৃষ্টি! বিভিন্ন ভবন থেকে চিৎকার ভেসে আসে। অনেকে রাস্তায় নেমে আসে। তারা নিঃশব্দে ভিজিছে এবং স্বজনদের জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেছেন।
বৃষ্টি কতটা কাঙ্খিত ছিল, মানুষের এমন দৃশ্যই বলে দেয়। এক মাসের অধিক সময় টানা তাপপ্রবাহ চলার পর ঢাকায় ঝরলো স্বস্তির বৃষ্টি। এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও মধ্য রাতের বৃষ্টি ছিলো বহু এলাকাজুড়ে।
মধ্যরাতের বৃষ্টিতে কমে এসেছে তাপমাত্রা। ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দাবদাহের সংক্রান্ত পূর্বাভাসে হাওয়া জানায় যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী ও খুলনা জেলাগুলোর ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্ট অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
দেশের পশ্চিমাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশে অন্য এলাকার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার (৩ মে) পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে।