ত্রিশালে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

- আপডেট সময় : ০৪:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও উপজেলা প্রশাসন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক শিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট মোঃ আক্তারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, অধ্যাপক আব্দুল আউয়াল, অধ্যাপক খবিরুজ্জামান প্রমূখ। এ সময় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।