সংবাদ শিরোনাম ::
দিনাজপুর সদর উপজেলার তিন প্রার্থীর সঙ্গে মত বিনিময় সভা
দিনাজপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ৩৫৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে সদর উপজেলা প্রার্থীর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী ইমদাদ সরকার (মটরসাইকেল), ভাইস চেয়ারম্যান রিনা কুমার রায় পারুল (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাম্মদ কুলসুম বানু নার্গিস (কলস) এই তিন প্রার্থীর পরিচিতি সভার আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শনিবার (১৮ মে) বালুবাড়িস্থ বন্ধন কমিউনিটি সেন্টার মিলনায়তনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতি করেন সুনীল চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু, সাধারন সম্পাক এনাম উল্লাহ জেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম, ব্রাহ্মণ সমিতির সাধারন সম্পাদক মৃত্যুঞ্জয় ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক সনদ চক্রবর্তী লিটু এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়াও যুব ঐক্য পরিষদের জয়ন্ত মিত্র, যুগ্ম সাধারন সম্পাদক রঞ্জন সরকার, খ্রিষ্টান এসোসিয়েশনের আহবায়ক হারুন বিশ্বাস, মহিলা ঐক্য পরিষদের সভাপতি মিনতি দাস, সাধারন সম্পাদক মল্লিকা দাস, যুব ঐক্য পরিষদের আহবায়ক অংকুর রায়। স্বাগত বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক রতন সিং।