দুবাই সফরে ক্রীড়া উপদেষ্টা আসিফ

- আপডেট সময় : ০৭:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
পর্দা উঠেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। এবারের আসরটি হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ভেন্যু সরিয়ে নেওয়া হয়েছে। যার কারণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আবর আমিরাতে। তবে এখনো আসরটির আয়োজক বাংলাদেশ।
বিশ্বকাপ শুরুর আগে ভেন্যু ও আইসিসি অ্যাকাডেমির কার্যক্রম পরিদর্শন করতে আরব আমিরাত সফরে গেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। এছাড়াও এই সফরে আছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে আইসিসি ক্রিকেট একাডেমির কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম এবং বিসিবি ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’