দেওয়ানগঞ্জ পৌরসভায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ০১ (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জে) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ এর পক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মালেকের আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার মানুষ মিছিলে অংশ নেয়। প্রতিনিয়ত
উপজেলায় সর্বত্র ধানের শীষের মিছিলে মিছিলে মুখরিত। জনগণ বিগত সরকারের সময ধানের শীষের পক্ষে কোন ভোট বা মিছির করতে পারে নাই।
এলাকার উন্নয়নের জন্য এম রশিদুজ্জামান মিল্লাত এর ধানের শীষ মার্কায় দেওয়ানগঞ্জের মানুষ আজ
জোট বদ্ধ। ধানের শীষে ভোট দিবে এলাকার উন্নয়নে জনগণ অংশ নেবে। যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুন এর সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক,যুবদলের আহ্বায়ক মঞ্জু হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



















