ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo বিদেশী ও দেশি বিনিয়োগকারীদের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের বৈঠক Logo মুন্সিগঞ্জে অবৈধ ফুটপাত উচ্ছেদে প্রশাসনের অ্যাকশন Logo এসএসসি ও সমমান পরিক্ষা শুরু মুন্সিগঞ্জে অংশনিচ্ছে মোট ১৬হাজার ২শ ৩০পরিক্ষার্থী Logo রামু প্রেস ক্লাবের জরুরী সভায় অপসাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার  Logo এসএসসি ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহে কমেছে পরীক্ষার্থীর হার Logo দিনাজপুরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ক্যাম্প অনুষ্ঠিত Logo শ্যামনগরে ভূয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, তিন কর্মকর্তা আটক Logo রাজবাড়ীতে সাবেক পৌরসভা মেয়রের জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরন Logo ৮ মাস ধরে অবরুদ্ধ একটি স্কুল ও সরকারি ডাকঘর  Logo পাইকগাছায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেশের সেবায় ফায়ারফাইটারদের  কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৬:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

শৃংখলার সাথে নবনিযুক্ত ফায়ারফাইটার ও চালকদের দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২ জুন) ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ৬৩তম ব্যাচের ফায়ারফাইটার, ১ম ব্যাচের মহিলা ফায়ারফাইটার এবং ৫৩তম ব্যাচের ড্রাইভারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল।

স্বরাষ্ট্রমন্ত্রী কনটিনজেন্ট পরিদর্শন, মার্চ পাস্ট প্রত্যক্ষ ও অভিবাদন গ্রহণ করেন। দীর্ঘ ৬ মাসের প্রশিক্ষণকালীন সার্বিক বিচারে শ্রেষ্ঠ হওয়া ৩ জনকে চৌকস পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে নবীন ফায়ারফাইটার ও ড্রাইভারদের শপথবাক্য পাঠ করান ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটেন্ট মোহাম্মদ মামুন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জন এবং আজীবন রেশন বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করায় তিনি নীবন ফায়ারফাইটার ও ড্রাইভারদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে শৃঙ্খলার সাথে মানুষের জান-মাল রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণকালে আপনারা নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে যোগ্য করে গড়ে তুলেছেন।


এখন নিজ নিজ কর্মস্থলে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে। ১ম ব্যাচের মহিলা ফায়ারফাইটারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নারী-পুরুষের যৌথ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগুন নেভানোর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ারফাইটার’ করেছি। প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে ১৫ জন মহিলা ফায়ারফাইটার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আমি আশা করবো, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে আপনারাও সাফল্যের সাক্ষর রাখবেন। আর আগামীতেও মহিলা ফায়ারফাইটার নিয়োগের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

১৩ অগ্নি বীরসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী শহিদ অগ্নিসেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ঢাকার ২১০ জন ফায়ারফাইটার, ১৫ জন মহিলা ফায়ারফাইটারসহ সব মিলিয়ে মোট ৪৫১ জন ফায়ারফাইটার ও ৮৪ জন ড্রাইভার সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন।

অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশের সেবায় ফায়ারফাইটারদের  কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ০৬:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪

 

শৃংখলার সাথে নবনিযুক্ত ফায়ারফাইটার ও চালকদের দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানিয়েছেন। রোববার (২ জুন) ঢাকার মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে ৬৩তম ব্যাচের ফায়ারফাইটার, ১ম ব্যাচের মহিলা ফায়ারফাইটার এবং ৫৩তম ব্যাচের ড্রাইভারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এই আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামল।

স্বরাষ্ট্রমন্ত্রী কনটিনজেন্ট পরিদর্শন, মার্চ পাস্ট প্রত্যক্ষ ও অভিবাদন গ্রহণ করেন। দীর্ঘ ৬ মাসের প্রশিক্ষণকালীন সার্বিক বিচারে শ্রেষ্ঠ হওয়া ৩ জনকে চৌকস পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে নবীন ফায়ারফাইটার ও ড্রাইভারদের শপথবাক্য পাঠ করান ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটেন্ট মোহাম্মদ মামুন।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন।

স্বরাষ্ট্রমন্ত্রী ফায়ার সার্ভিসের ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জন এবং আজীবন রেশন বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্ন করায় তিনি নীবন ফায়ারফাইটার ও ড্রাইভারদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠানের কর্মী হিসেবে শৃঙ্খলার সাথে মানুষের জান-মাল রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণকালে আপনারা নিজেদেরকে শারীরিক ও মানসিকভাবে যোগ্য করে গড়ে তুলেছেন।


এখন নিজ নিজ কর্মস্থলে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে। ১ম ব্যাচের মহিলা ফায়ারফাইটারদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জানেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য নারী-পুরুষের যৌথ অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগুন নেভানোর মতো চ্যালেঞ্জিং পেশায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা ‘ফায়ারম্যান’ পদের নাম ‘ফায়ারফাইটার’ করেছি। প্রথমবারের মতো ফায়ার সার্ভিসে ১৫ জন মহিলা ফায়ারফাইটার হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আমি আশা করবো, অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে আপনারাও সাফল্যের সাক্ষর রাখবেন। আর আগামীতেও মহিলা ফায়ারফাইটার নিয়োগের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি।

১৩ অগ্নি বীরসহ বিভিন্ন দুর্ঘটনায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে মৃত্যুবরণকারী শহিদ অগ্নিসেনাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। ঢাকার ২১০ জন ফায়ারফাইটার, ১৫ জন মহিলা ফায়ারফাইটারসহ সব মিলিয়ে মোট ৪৫১ জন ফায়ারফাইটার ও ৮৪ জন ড্রাইভার সাফল্যের সাথে প্রশিক্ষণ শেষ করে কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন।

অনুষ্ঠানে সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষ এসময় উপস্থিত ছিলেন।