ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

নকলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কলম বিরতি পালিত হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালন করা হয়েছে।
এব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন,নকলা উপজেলা কৃষি অফিসারের উপর তার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। শ্রীবরদী উপজেলা অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উক্ত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি করছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নকলা কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কলম বিরতি

আপডেট সময় :

শেরপুরের নকলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে শ্রীবরদী উপজেলা কৃষি অফিস কার্যালয়ের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা কলম বিরতি পালন করেছেন। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসার কার্যালয়ের আয়োজনে গতকাল মঙ্গলবার ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী কলম বিরতি পালিত হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা গেছে,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম এবং তার সহযোগী কৃষি প্রণোদনার ভাগ না পেয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় নকলা থানায় একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারী দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ কলম বিরতি পালন করা হয়েছে।
এব্যাপারে শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা হারুন রশীদ তালুকদার বলেন,নকলা উপজেলা কৃষি অফিসারের উপর তার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেছেন। শ্রীবরদী উপজেলা অফিসার কৃষিবিদ মো: মাহমুদুল হাসান আকন্দ বলেন,গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী’র উপর যে বর্বরোচিত শারীরিক নির্যাতন করা হয়েছে আমরা শ্রীবরদী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে উক্ত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপদ কর্মপরিবেশের দাবি করছি।