নগরকান্দায় হাতুড়ি ও চাকুর আঘাতে নগরকান্দায় আহত ৬
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাগাট গ্রামে ধান মাড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, ধান মাড়াইয়ের সময় ধানের ধুলো বাতাসে উড়ে গিয়ে পাশের বাড়ির রান্না করা ভাতে পড়ে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে হাতুড়ি ও চাকুর আঘাতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
আহতরা হলেন— বাগাট গ্রামের মৃত চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস (৩৯), গোপাল বিশ্বাস (৪৮), নেপাল বিশ্বাস (৪২), ফয়সাল মাতুব্বর (২৬)।
অপরপক্ষের আহতরা হলেন অনিল মন্ডলের ছেলে অমল মন্ডল (৩৫), প্রদীপ মন্ডল (৩০)।
আহত অসীম বিশ্বাস বলেন, “ধান মাড়াই করার সময় ধানের ধুলো তাদের বাড়ির দিকে যায় বলে তারা চিল্লাচিল্লি শুরু করে। আমরা কাজ বন্ধ করলেও তারা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। হাতুড়ি ও চাকুর আঘাতে আমরা আহত হই।”
অন্যদিকে, অনিল মন্ডলের স্ত্রী মিনু মন্ডল বলেন, “ধান মাড়াইয়ের ধুলোয় আমাদের ভাত নষ্ট হয়ে যায়। আমরা শুধু তাদের অন্যদিকে ঘুরিয়ে ধান মাড়াই করতে বলেছিলাম।” এ বিষয়ে গোপাল বিশ্বাস জানান, ঘটনার পর থানায় মামলার প্রস্তুতি চলছে।



















