নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা ১০ বছর করে কারাদণ্ড

- আপডেট সময় : ২০৫ বার পড়া হয়েছে
নাটোরে শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনায় ১০বছর করে কারাদণ্ড দিয়েছে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
গতকাল দুপুরে নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল কোর্টে ১১ বছর বয়সী একটি শিশুকে যৌন নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে দুজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নাটোর সদর উপজেলার মাঝদিঘা শিবপুর গ্রামের কাদের আলীর ছেলে কাজেম আলী ও একই গ্রামের আব্বাস আলীর ছেলে আতিকুর রহমান। ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ২০০৫ সালের ১৮ মার্চ সকালে একটি শিশু বাড়ির পাশে ভেড়া চড়াতে যায়। এসময় আতিকুর ও কাজেম শিশুটিকে জড়িয়ে ধরে যৌন নির্যাতন করেন।
বিষয়টি প্রতিবেশী এক নারী দেখে ফেলেন। পরে লজ্জায় বাড়ি ফিরে শিশুটি কীটনাশক পান করে আত্মহত্যা করে। এ ঘটনায় সে সময় স্থানীয়রা কাজেম আলীকে আটক করে পুলিশে সোর্পদ দেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে আতিকুর রহমানের জড়িত থাকার কথা জানান তিনি। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে পুলিশ ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। মামলা করার প্রায় ২০ বছর পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকাল এ রায় দেন বিচারক। রায়ের জরিমানা টাকা শিশুটির বাবাকে দেওয়া নির্দেশ দিয়েছেন আদালত মামলাটি করা হয়েছিল ২০ বছর আগে ।