সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ শিশু রিয়া ৫দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ে
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ৪৮০ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গত শুক্রবার নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির ছাদে যায় ৬ বছরের রিয়া গোপ। এ সময় হঠাৎ একটি গুলি তার মাথায় লাগে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে রিয়া।
সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। এখানে ভর্তির পর ৫ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে রিয়া।
রিয়ার বাবা দীপক কুমার গোপ জানান, তার মেয়ে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে সে শুক্রবার বিকেলে চারতলা বাড়ির ছাদে গিয়েছিল। সেসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ সময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে।




















