নিখোঁজর ১৭ দিনেও মিলেনি স্কুলছাত্রের সন্ধান, উদ্ধারের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৩:৫৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেলতলী গঙ্গাপ্রসাদ জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রোমান শেখের (১৫) নিখোঁজ হওয়ার ১৭ দিনেও মেলেনি সন্ধান। উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে সহস্রাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের শিংপাড়া এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, রোমান শেখসংসারের অভাব-অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশা চালাতো। গত ২১ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ১৭দিন পার হলেও সে উদ্ধার হয়নি। তার অটোরিকশা টি উদ্ধার করেছে পুলিশ সাথে ৪জনকে গ্রেফতারও করেছে তবুও রোমান কে উদ্ধার করতে পারেনি। আমরা অনতিবিলম্বে রোমানের উদ্ধার ও অপরাধীদের বিচারের দাবি জানাই। মানববন্ধনে বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন মিয়া কাজীসহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্ত ও, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মঞ্জু মোল্লাহ, লাভলুসহ অন্যান্যরা বক্তব্যদেন।