ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

পঞ্চগড়ের দুটি আসনেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত

পঞ্চগঢ় প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। জামায়েতে ইসলামীর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইকবাল হোসেন এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এদিকে, আসন দুটিতে প্রার্থী ঘোষনার পর থেকে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানাচ্ছে অনেকে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে সাবেক জেলা আমির ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক এবং পঞ্চগড়-২ আসনে এডভোকেট আজিজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছিলো। যদিও সেই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে নি। তবে ২০২৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড়-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল খালেক ইন্তেকাল করেন এবং গত রমজান মাসে ইফতারের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পঞ্চগড়-২ আসনের প্রার্থী এডভোকেট আজিজুল হক ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর পর থেকেই পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের কোন মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলো না

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ের দুটি আসনেই জামায়াতের প্রার্থী চূড়ান্ত

আপডেট সময় : ০৩:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশ ব্যাপী সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। নির্বাচনী প্রস্তুতির ধারাবাহিকতায় পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। জামায়েতে ইসলামীর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারী) আসনে পঞ্চগড় জেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইকবাল হোসেন এবং পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোদা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ সফিউল্লাহ সুফির নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় জেলা জামায়াতের কার্যালয়ে এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। এদিকে, আসন দুটিতে প্রার্থী ঘোষনার পর থেকে তৃণমূলের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানাচ্ছে অনেকে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে সাবেক জেলা আমির ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক এবং পঞ্চগড়-২ আসনে এডভোকেট আজিজুল ইসলামকে প্রার্থী ঘোষণা করা হয়েছিলো। যদিও সেই নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করে নি। তবে ২০২৩ সালে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড়-১ আসনের প্রার্থী মাওলানা আব্দুল খালেক ইন্তেকাল করেন এবং গত রমজান মাসে ইফতারের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পঞ্চগড়-২ আসনের প্রার্থী এডভোকেট আজিজুল হক ইন্তেকাল করেন। তাদের মৃত্যুর পর থেকেই পঞ্চগড়ের দুটি আসনে জামায়াতের কোন মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলো না