ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস

হালিম মোহাম্মদ
  • আপডেট সময় : ০৫:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোরবানীর পশুর হাট নিয়ে সংঘর্ষ ও হানাহানি ঠেকাতে এবার নতুন কৌশলে পশুর হাট ইজারা দেয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকায় ২২ অস্থায়ী পশুর হাট বসছে। ফ্যাসিষ্ট সরকারের দলীয় কোনো সিন্ডিকেট বা ক্ষমতাধর ব্যক্তি না থাকায় এবছর এলাকাভিত্তিক বিত্তবানরাই ইজারা নিচ্ছেন এসব পশুর হাট

আসন্ন কোরবানীর পশুর হাট নিয়ে সংঘর্ষ ও হানাহানি ঠেকাতে এবার নতুন কৌশলে পশুর হাট ইজারা দেয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকায় ২২ অস্থায়ী পশুর হাট বসছে। ফ্যাসিষ্ট সরকারের দলীয় কোনো সিন্ডিকেট বা ক্ষমতাধর ব্যক্তি না থাকায় এবছর এলাকাভিত্তিক বিত্তবানরাই ইজারা নিচ্ছেন এসব পশুর হাট। হাট ইজারা নিয়ে অতীতের মতো হানাহানি না থাকলেও স্থানীয় কয়েকটি গ্রুপ হাট ইজারা নেয়ার জন্য নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। এতে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। ফলে হানাহানি ঠেকাতে এবার নতুন কৌশলে ঢাকাতে দুই সিটি কর্পোরেশনের (ডিসিসি) ২২ পশুর হাট ইজারা স্থানীয় প্রভাবশালী লোকজন। তারপরও পশুরহাট নিয়ে খুলনা ও ময়মনসিংহে সংঘর্ষের ঘটনায় অর্ধশত আহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরবাসীর চাহিদানুয়ায়ী প্রতি বছরই হাট ইজারা দেয় দুই সিটি। কিন্তু কোনবারই প্রত্যাশানুযায়ী দর পায়নি প্রতিষ্ঠান দুটি। কারণ প্রতি বছরই সিন্ডিকেটের মাধ্যেমে হাট ইজারা নিচ্ছে প্রভাবশালী মহল। এক্ষেত্রে সাধারণ ইজারাদাদরা এবারো হাট ইজারা থেকে বঞ্চিত হন। বিশেষ করে দক্ষিণ সিটির অধীনে প্রতিটি হাটের ইজারা এবা নতুন কৌশলে সিন্ডিকেটের মাধ্যেমে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট কোন আইন না থাকায় সিন্ডিকেটের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নিতে পারছে না। ফলে সর্বোচ্চ দরদাতাকেই হাট ইজারা দেয়া হয় বলে দক্ষিণ সিটির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
দক্ষিণ সিটি সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় ডিএসসিসিতে ১১টি অস্থায়ী হাট ইজারা দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক- ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা। এরমধ্যে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিচ্ছেন সিন্ডিকেটের লোকজন। প্রতিবছরের মতো এবার সে রকম প্রক্রিয়া বন্ধ রয়েছে। নিরপেক্ষ ভাবে হাটের ইজারা নিচ্ছেন অনায়াসে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডের উন্মুক্ত জায়গায় হাটের ইজারা দেওয়া হলেও এর পরিধি রায়সাহেব বাজার, দয়াগঞ্জ, মুরগিটোলা থেকে লোহারপুল এলাকাও ছড়িয়ে পড়ে। এছাড়া, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গা। এছাড়া লালবাগের বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধে রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গায় পশুর হাটের ইজারা নিয়ে রয়েছে বিরোধ। হাজী মোহাম্মদ সেলিম ও তার পরিবারের লোকজন না থাকায় এমনটি হচ্ছে।
অপরদিকে পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গায় হাটের দরপত্র আহবানে মাত্র দু’জন অংশ নেন। তবে শিডিউল বিক্রি হয়েছিল তিনটি। কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন স্থানীয় প্রভাবশালী। হাটের সরকারি মূল্য ৬৭ লাখ ৩১ হাজার টাকার বিপরীতে তিনি সর্বোচ্চ দর দিয়েছেন ৬৮ লাখ টাকা। আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজ-সংলগ্ন আশপাশের খালি জায়গার ইজারা নেয়ার জন্য চেষ্টা করছেন মশিউর রহমান নামে এক ব্যবসায়ী। মহল্লায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব যাতে সৃষ্টি না হয় এজন্য নতুন কৌশলে এভাবে হাট ইজারা নিচ্ছেন। দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, দরপত্র আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। শিডিউল বিক্রি হয়েছে বেশি। তবে অনেকে দরপত্র জমা দেননি। ফলে বেশি দরতাকেই হাট ইজারা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবুও কোন জটিলতা দেখা দিলে প্রয়োজনে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও দরপত্র নেওয়া হবে।
এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ প্রায় ১৭ জন আহত হয়েছে। গত ১৮ এপ্রিল বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন গ্রুপের মধ্যে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর গরুহাট ও ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গরু হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।
আহতরা হলেন সুলতান সেলিম (৫৫), তামিম শেখ(৩০), রানা আহমেদ (২৩) ও বিপ্লব (২৫), সেলিম তরফদার (৫৩), তামিম শেখ (৩৫), দেবব্রত রায় (৪৮), রানা শেখ (২৫), রাব্বি মোড়ল (৩৩), রবিউল ইসলাম গাজী (৪৮), সরদার দৌলত হোসেন(৫৫), হাকিম গাজী (৪৬), বিএম হাবিবুর রহমান হবি (৫২), তাজিন সরদার (২৫), আমিনুর রহমান (২৭), রাহুল ও আবু হাসান। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুকনগর বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারি ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকায় বসছে ২২ পশুর হাট
এবার কোরবানির পশু কেনাবেচার জন্য দুটি স্থায়ী হাটসহ রাজধানীতে ২২টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি)। সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে হাটের দরপত্রের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
ডিএনসিসি গাবতলীতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি ৯টি অস্থায়ী হাট বসাবে। অন্যদিকে ডিএসসিসি সারুলিয়ায় স্থায়ী হাটের পাশাপাশি ১১টি অস্থায়ী হাট বসাবে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, ৯টি হাট স্থাপনের জন্য প্রাথমিকভাবে ইজারা নোটিশ দেওয়া হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ১১টি হাটের ইজারা দেওয়া এবং অফিশিয়াল মূল্য নির্ধারণের বিষয়টি ঠিক করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনে সমন্বয় করার ক্ষমতা রাখে।
অপরদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীর হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি সাইবার প্রতারণা রোধে অনলাইন গরুর হাটগুলোতেও বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার টিম। রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে পশুর হাটে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে উত্তর দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী খান। সরাসরি পশুর হাটের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে অনলাইনে পশু কিনছেন অনেক ক্রেতা। তাঁদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির সাইবার টিম অনলাইনের গরুর হাট নজরদারি করবে। পাশাপাশি ক্রেতাদেরও অনলাইনে গরু সতর্কতার সঙ্গে জেনেবুঝে কেনার অনুরোধ জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যাঁরা গরু কেনা বেচা করবেন, তাঁদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যাঁরা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু আনবেন, তাঁদের হাইওয়ে পুলিশ, নৌপথে যাঁরা গরু আনবেন, তাঁদের জন্য নৌ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা দেবে। এ ছাড়া পশুর হাটগুলোতে ড্রোন পেট্রোলিং থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। পশুর হাটকে কেন্দ্র করে যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঘরমুখী মানুষ যাঁরা যাতায়াত করবেন, তাঁরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন। ডিএমপি কমিশনার বলেন, হাটের বাইরে কোনোভাবেই রাস্তায় পশু নিয়ে বসা যাবে না। কোরবানির পশুর হাটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পশুরহাট ইজারায় স্বস্তির বাতাস

আপডেট সময় : ০৫:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

কোরবানীর পশুর হাট নিয়ে সংঘর্ষ ও হানাহানি ঠেকাতে এবার নতুন কৌশলে পশুর হাট ইজারা দেয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকায় ২২ অস্থায়ী পশুর হাট বসছে। ফ্যাসিষ্ট সরকারের দলীয় কোনো সিন্ডিকেট বা ক্ষমতাধর ব্যক্তি না থাকায় এবছর এলাকাভিত্তিক বিত্তবানরাই ইজারা নিচ্ছেন এসব পশুর হাট

আসন্ন কোরবানীর পশুর হাট নিয়ে সংঘর্ষ ও হানাহানি ঠেকাতে এবার নতুন কৌশলে পশুর হাট ইজারা দেয়া হচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার ঢাকায় ২২ অস্থায়ী পশুর হাট বসছে। ফ্যাসিষ্ট সরকারের দলীয় কোনো সিন্ডিকেট বা ক্ষমতাধর ব্যক্তি না থাকায় এবছর এলাকাভিত্তিক বিত্তবানরাই ইজারা নিচ্ছেন এসব পশুর হাট। হাট ইজারা নিয়ে অতীতের মতো হানাহানি না থাকলেও স্থানীয় কয়েকটি গ্রুপ হাট ইজারা নেয়ার জন্য নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে। এতে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে। ফলে হানাহানি ঠেকাতে এবার নতুন কৌশলে ঢাকাতে দুই সিটি কর্পোরেশনের (ডিসিসি) ২২ পশুর হাট ইজারা স্থানীয় প্রভাবশালী লোকজন। তারপরও পশুরহাট নিয়ে খুলনা ও ময়মনসিংহে সংঘর্ষের ঘটনায় অর্ধশত আহত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, নগরবাসীর চাহিদানুয়ায়ী প্রতি বছরই হাট ইজারা দেয় দুই সিটি। কিন্তু কোনবারই প্রত্যাশানুযায়ী দর পায়নি প্রতিষ্ঠান দুটি। কারণ প্রতি বছরই সিন্ডিকেটের মাধ্যেমে হাট ইজারা নিচ্ছে প্রভাবশালী মহল। এক্ষেত্রে সাধারণ ইজারাদাদরা এবারো হাট ইজারা থেকে বঞ্চিত হন। বিশেষ করে দক্ষিণ সিটির অধীনে প্রতিটি হাটের ইজারা এবা নতুন কৌশলে সিন্ডিকেটের মাধ্যেমে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট কোন আইন না থাকায় সিন্ডিকেটের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা নিতে পারছে না। ফলে সর্বোচ্চ দরদাতাকেই হাট ইজারা দেয়া হয় বলে দক্ষিণ সিটির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।
দক্ষিণ সিটি সূত্রে জানা গেছে, এবারের ঈদুল আজহায় ডিএসসিসিতে ১১টি অস্থায়ী হাট ইজারা দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, উত্তর শাহজানপুর খিলগাঁও রেলগেট বাজার মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তাগোলা শ্মশানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গাসহ কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) ব্লক- ই, এফ, জি, এইচ, সেকশন ১ ও ২ এর খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা। এরমধ্যে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা নিচ্ছেন সিন্ডিকেটের লোকজন। প্রতিবছরের মতো এবার সে রকম প্রক্রিয়া বন্ধ রয়েছে। নিরপেক্ষ ভাবে হাটের ইজারা নিচ্ছেন অনায়াসে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডের উন্মুক্ত জায়গায় হাটের ইজারা দেওয়া হলেও এর পরিধি রায়সাহেব বাজার, দয়াগঞ্জ, মুরগিটোলা থেকে লোহারপুল এলাকাও ছড়িয়ে পড়ে। এছাড়া, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন খালি জায়গা। এছাড়া লালবাগের বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধে রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশপাশের খালি জায়গায় পশুর হাটের ইজারা নিয়ে রয়েছে বিরোধ। হাজী মোহাম্মদ সেলিম ও তার পরিবারের লোকজন না থাকায় এমনটি হচ্ছে।
অপরদিকে পোস্তগোলা শ্মশানঘাটসহ আশপাশের খালি জায়গায় হাটের দরপত্র আহবানে মাত্র দু’জন অংশ নেন। তবে শিডিউল বিক্রি হয়েছিল তিনটি। কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গার হাটের ইজারা পেয়েছেন স্থানীয় প্রভাবশালী। হাটের সরকারি মূল্য ৬৭ লাখ ৩১ হাজার টাকার বিপরীতে তিনি সর্বোচ্চ দর দিয়েছেন ৬৮ লাখ টাকা। আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গায় যাত্রাবাড়ীর দনিয়া কলেজ-সংলগ্ন আশপাশের খালি জায়গার ইজারা নেয়ার জন্য চেষ্টা করছেন মশিউর রহমান নামে এক ব্যবসায়ী। মহল্লায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব যাতে সৃষ্টি না হয় এজন্য নতুন কৌশলে এভাবে হাট ইজারা নিচ্ছেন। দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা বলেন, দরপত্র আবেদন প্রক্রিয়া উন্মুক্ত করে দেয়া হয়েছে। শিডিউল বিক্রি হয়েছে বেশি। তবে অনেকে দরপত্র জমা দেননি। ফলে বেশি দরতাকেই হাট ইজারা দেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবুও কোন জটিলতা দেখা দিলে প্রয়োজনে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়েও দরপত্র নেওয়া হবে।
এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখল নিয়ে বিএনপির দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ প্রায় ১৭ জন আহত হয়েছে। গত ১৮ এপ্রিল বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন গ্রুপ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরদার দৌলত হোসেন গ্রুপের মধ্যে হামলা, ইটপাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ডুমুরিয়া উপজেলার চুকনগর গরুর হাট দখলকে কেন্দ্র করে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চুকনগর গরুহাট ও ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গরু হাটের খাজনা আদায়ের ঘর ও ইউনিয়ন পরিষদের কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়।
আহতরা হলেন সুলতান সেলিম (৫৫), তামিম শেখ(৩০), রানা আহমেদ (২৩) ও বিপ্লব (২৫), সেলিম তরফদার (৫৩), তামিম শেখ (৩৫), দেবব্রত রায় (৪৮), রানা শেখ (২৫), রাব্বি মোড়ল (৩৩), রবিউল ইসলাম গাজী (৪৮), সরদার দৌলত হোসেন(৫৫), হাকিম গাজী (৪৬), বিএম হাবিবুর রহমান হবি (৫২), তাজিন সরদার (২৫), আমিনুর রহমান (২৭), রাহুল ও আবু হাসান। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চুকনগর বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারামারি ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঢাকায় বসছে ২২ পশুর হাট
এবার কোরবানির পশু কেনাবেচার জন্য দুটি স্থায়ী হাটসহ রাজধানীতে ২২টি হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি)। সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে হাটের দরপত্রের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
ডিএনসিসি গাবতলীতে স্থায়ী হাট ব্যবহারের পাশাপাশি ৯টি অস্থায়ী হাট বসাবে। অন্যদিকে ডিএসসিসি সারুলিয়ায় স্থায়ী হাটের পাশাপাশি ১১টি অস্থায়ী হাট বসাবে। ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, ৯টি হাট স্থাপনের জন্য প্রাথমিকভাবে ইজারা নোটিশ দেওয়া হয়েছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ১১টি হাটের ইজারা দেওয়া এবং অফিশিয়াল মূল্য নির্ধারণের বিষয়টি ঠিক করা হয়েছে। কর্তৃপক্ষ প্রয়োজনে সমন্বয় করার ক্ষমতা রাখে।
অপরদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে রাজধানীর হাটগুলোতে নিরাপত্তার পাশাপাশি সাইবার প্রতারণা রোধে অনলাইন গরুর হাটগুলোতেও বিশেষ নজরদারির ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার টিম। রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে পশুর হাটে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে উত্তর দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী খান। সরাসরি পশুর হাটের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে অনলাইনে পশু কিনছেন অনেক ক্রেতা। তাঁদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, ডিএমপির সাইবার টিম অনলাইনের গরুর হাট নজরদারি করবে। পাশাপাশি ক্রেতাদেরও অনলাইনে গরু সতর্কতার সঙ্গে জেনেবুঝে কেনার অনুরোধ জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, যাঁরা গরু কেনা বেচা করবেন, তাঁদের নিরাপত্তার জন্য গোয়েন্দা পুলিশ থাকবে। পাশাপাশি যাঁরা ঢাকার বাইরে থেকে ট্রাকে গরু আনবেন, তাঁদের হাইওয়ে পুলিশ, নৌপথে যাঁরা গরু আনবেন, তাঁদের জন্য নৌ পুলিশ নিরাপত্তা ব্যবস্থা দেবে। এ ছাড়া পশুর হাটগুলোতে ড্রোন পেট্রোলিং থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ হয় ঢাকাবাসীর জন্য। পশুর হাটকে কেন্দ্র করে যেন যানজট সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। ঘরমুখী মানুষ যাঁরা যাতায়াত করবেন, তাঁরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন। ডিএমপি কমিশনার বলেন, হাটের বাইরে কোনোভাবেই রাস্তায় পশু নিয়ে বসা যাবে না। কোরবানির পশুর হাটে নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করা হয়েছে।