চিনাশুকানিয়া কমিউনিটি ক্লিনিক
পানির সমস্যা সমাধানে পাম্প ও সংস্কার কাজের উদ্বোধন
- আপডেট সময় : ২০ বার পড়া হয়েছে
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে চিনাশুকানিয়া কমিউনিটি ক্লিনিকে সাবমারসিবল পাম্প স্থাপন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
গত গত সোমবার ক্লিনিক প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের সূচনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ গোলাম মুরশেদ মুরাদ।
উক্ত ক্লিনিকটিতে দীর্ঘদিন ধরে পানির সংকট থাকায় রোগীদের সেবা প্রদান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল। নিরবচ্ছিন্ন পানি সরবরাহ সাবমারসিবল পাম্প স্থাপনের ফলে বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে। ক্লিনিকের টয়লেট এবং অপারেশনাল কাজে পর্যাপ্ত পানির ব্যবস্থা হওয়ায় স্বাস্থ্যঝুঁকি কমবে। পুরাতন পাইপলাইন ও পানির ট্যাংক মেরামত করে কার্যকর করা হয়েছে।
এসময় ইউনিয়ন প্রশাসক মোঃ গোলাম মুরশেদ মুরাদ বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর ভূমিকা অপরিসীম। চিনাশুকানিয়া কমিউনিটি ক্লিনিকে পানির অভাবে সেবা ব্যাহত হচ্ছিল, যা আমরা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করেছি। সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে আমাদের এ ধরণের কাজ অব্যাহত থাকবে।
ক্লিনিকে আসা সাধারণ রোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই দ্রুত পদক্ষেপের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা করছেন, এর ফলে ক্লিনিকটি এখন পূর্ণ সক্ষমতায় গ্রামবাসীকে সেবা দিতে পারবে।



















