প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক
- আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বৃহস্পতিবার গণভবনে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
ভারতের পররাষ্ট্র সচিব এদিন পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন কোয়াত্রা। সেখানে বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মহমুদ নন-লেথাল (প্রাণঘাতী নয়) এমন অস্ত্র ব্যবহার করার ওপর আমরা গুরুত্বারোপ করেন। উত্তরে ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন, তারা তাদের সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। তাদের আন্তরিকতার অভাব নেই। এটি নিয়ে দুই দেশের সরকারি ও রাজনৈতিক পর্যায়ে আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
এসময় কানেক্টিভিটি এবং বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
বুধবার সন্ধ্যায় বিশেষ একটি ফ্লাইটে দুদিনের সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা ঢাকা এসেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বলা হয়, মূলত গত ২০ এপ্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে তার পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত করা হয়েছিল।