ফায়ার সার্ভিস-ডিএসসিসি’র অভিযান, ধানমণ্ডিতে ঝুঁকিপূর্ণ ভবন ও রোস্তোঁরায় সীলগালা
- আপডেট সময় : ০৯:৫৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ৫৩৪ বার পড়া হয়েছে
সেবাধর্মী রাষ্ট্রীয় সংস্থা ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স। অগ্নিকাণ্ড এবং দুর্যোগ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন এবং ভূমিকম্পের মতো দুর্যোগে যে প্রতিষ্ঠানটির সদস্যরা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, সেই প্রতিষ্ঠানটি এবারে মোবাইল কোর্ট পরিচালনা করে ঢাকার ধানমন্ডী এলাকায় বিল্ডিং কোড অমান্য করে রোস্তোঁরা এবং ভবন পরিচালনার দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা এবং সীলগালা করে দিয়েছে।
সংস্থাটির মিডিয়া সেল জানিয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমন্ডি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সোমবার ( ৪ মার্চ) বিকেলে মোবাইল কোর্ট পরিচালনা করেন দক্ষিণ সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। অভিযানকালে ধানমন্ডির জিগাতলার কেয়ারি ক্রিসেন্ট ভবন এবং সাতমসজিত রোডস্থ রুপায়ন জেড আর প্লাজায় অভিযান চালানো হয়।
এসময় কেয়ারি ক্রিসেন্ট ভবনটির অগ্নিনিরাপত্তা না থাকায় ভবনটি সিলগালার পাশাপাশি ভবনটিতে অবস্থিত ভিসা ওয়ালর্ড ওয়াইড প্রতিষ্ঠানে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়। রুপায়ন জেড আর প্লাজায় দি বুফে এম্পায়ার রেস্টুরেন্টকে ফায়ার লাইসেন্স গ্রহন না করায় বাফেট লাউঞ্জ এবং বাফেট প্যারাডাইস রেস্টুরেন্টগুলোর প্রত্যেককে এক লক্ষ করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩ অনুযায়ী ভবন দুটিতে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে ভবন দুটিতে ঝুঁকিপূর্ণ ব্যানার টানিয়ে দেয়া হয়। এসময় ভবন দুটিতে থাকা অধিকাংশ রেস্টুরেন্ট, শো রুম ও অফিসে লোকজন পালিয়ে যায়।
অভিযানে ফায়ার সার্ভিসের তরফে ঢাকা-২ জোন কমান্ডার মোঃ তানহারুল ইসলাম, এলাকার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ গোলাম মোস্তফাসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।