বাংলাদেশ জলসীমা থেকে ফের ৪৮ ভারতীয় জেলে আটক
- আপডেট সময় : ০৫:২১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে
মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে বৃহস্পতিবার ভোর রাতে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ জেলেকে আটক বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী :ছবি সংগ্রহ
বাংলাদেশ জলসীমা থেকে ৭৮জন ভারতীয় জেলে এবং ৫টি মাছ ধরার আটক করলো নৌবাহিনী ও কোস্টা গার্ড
বিশেষ প্রতিনিধি
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ৩টি ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ নিয়ে দুই দফায় বাংলাদেশ জলসীমা থেকে ৭৮জন ভারতীয় জেলে এবং ৫টি মাছ ধরার আটক করলো নৌবাহিনী ও কোস্টা গার্ড।
মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে বৃহস্পতিবার ভোর রাতে এসব ট্রলার ও জেলেদের আটক করার পর শুক্রবার (১৮ অক্টোবর) তাদের পুলিশের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড ও নৌবাহিনী।
বাংলাদেশে এখন ইলিশের ভর প্রজনন মৌসম চলছে। এ কারণে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকার, বাজারজাত, পরিবহন, মজুত নিষিদ্ধ। অতীতের যে কোন সময়ের চেয়ে এবারে নদ-নদী ও সাগরে সার্বক্ষণিক মৎস্য অধিদপ্তর, নৌ পুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী দায়িত্ব পালন করে চলেছে।
এর আগে গত মঙ্গলবার বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ৩১ জেলেসহ দুটি ট্রলার আটক করে বাংলাদেশ নৌবাহিনী। ট্রলার দুটো বাংলাদেশের উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিয়ে আসা হয়। জেলে সংম্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের জলসীমায় যেকোনো ধরনের বিদেশি অনুপ্রবেশ ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে নৌবাহিনীর ১৩টি জাহাজ সমুদ্রে মোতায়েন রয়েছে। ১০টি জাহাজ নদী এলাকায় ও মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটগুলো দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে নজরদারি চালিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও জলসীমার সুরক্ষায় নৌবাহিনীর এই অভিযান অব্যাহত থাকবে।
এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে দেশের জলসীমায় অবৈভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করছে ভারতীয় জেলেরা। এই অপরাধে ৪৮ জেলেসহ ভারতীয় পতাকাবাহী ৩টি মাছ ধরার ট্রলার আটক করে নৌবাহিনী ও কোস্টগার্ড।
পুলিশ বলছে, গত ১৭ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের নিয়মিত টহলকালে জাহাজের রাডারে সন্দেহজনক ফিশিং ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে ট্রলার তিনটি বাংলাদেশের জলসীমাতেই আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মোংলা থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর তরফে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের শেষে শুক্রবার বিকালে আটক জেলেদের আদালতে পাঠানো হয়।