ঢাকা ০১:০০ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

বাগেরহাটে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটে ব্র্যাক এনজিওর কর্মীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
গত সোমবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনি: জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।
দন্ড প্রাপ্ত জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত: লুৎফর শেখের ছেলে।
ব্র্যাক এনজিওর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফকির মোঃ নওরেশুজ্জামান লালন জানান,বাগেরহাট সদর উপজেলার ব্র্যাক এনজিও যাত্রাপুর শাখার পিও, মাইক্রোফাইন্যান্স (দাবী) পদে কর্মরত এক কর্মী গত ২৩ সালের ১লা আগস্ট
দুপুরে সার্ভে করার উদ্দেশ্যে ইউনিয়নের বেনেগাতী গ্রামে জনৈক সনাতন দাস এর বাড়ীতে সার্ভে করার কথাবার্তা বলার সময় আসামী জিহাদ শেখ উক্ত বাড়ীতে আমিয়া বলে সামনে একটি বাড়ী আছে তাহারা লোন নেবে বলিয়া ডেকে নিয়ে যায়
বেনেগাতী এলাকার ঘোষদের বাগানের ভিতর মাটির রাস্তায় পৌছালে বৃষ্টি শুরু হয়। ঐ সময় রাস্তায় কোন লোকজন না থাকায় আসামী জিহাদ শেখ গলার উপর দা ধরে। মাটির রাস্তার উপর জোর পূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী /০৩) এবং অধিক তর সংশোধনী/২০২০ এর ৯ (১) ধারায় জিহাদ শেখকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামি জিহাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
আদালতের বেঞ্চ সহকারী জানান, ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত যাবত জীবন কারাদন্ড ১০হাজার টাকা জরিপানা ও অনাদায়ে ১ বছরের সাজা ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাগেরহাটে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

আপডেট সময় :

বাগেরহাটে ব্র্যাক এনজিওর কর্মীকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।
গত সোমবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনি: জেলা ও দায়রা জজ রোজিনা আক্তার আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।
দন্ড প্রাপ্ত জিহাদ শেখ (৩০) বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাতি গ্রামের মৃত: লুৎফর শেখের ছেলে।
ব্র্যাক এনজিওর পক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফকির মোঃ নওরেশুজ্জামান লালন জানান,বাগেরহাট সদর উপজেলার ব্র্যাক এনজিও যাত্রাপুর শাখার পিও, মাইক্রোফাইন্যান্স (দাবী) পদে কর্মরত এক কর্মী গত ২৩ সালের ১লা আগস্ট
দুপুরে সার্ভে করার উদ্দেশ্যে ইউনিয়নের বেনেগাতী গ্রামে জনৈক সনাতন দাস এর বাড়ীতে সার্ভে করার কথাবার্তা বলার সময় আসামী জিহাদ শেখ উক্ত বাড়ীতে আমিয়া বলে সামনে একটি বাড়ী আছে তাহারা লোন নেবে বলিয়া ডেকে নিয়ে যায়
বেনেগাতী এলাকার ঘোষদের বাগানের ভিতর মাটির রাস্তায় পৌছালে বৃষ্টি শুরু হয়। ঐ সময় রাস্তায় কোন লোকজন না থাকায় আসামী জিহাদ শেখ গলার উপর দা ধরে। মাটির রাস্তার উপর জোর পূর্বক ধর্ষন করে।
এ ঘটনায় ওই এনজিও কর্মী বাদি হয়ে বাগেরহাট সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী /০৩) এবং অধিক তর সংশোধনী/২০২০ এর ৯ (১) ধারায় জিহাদ শেখকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দিলে আদালত আসামি জিহাদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।
আদালতের বেঞ্চ সহকারী জানান, ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত যাবত জীবন কারাদন্ড ১০হাজার টাকা জরিপানা ও অনাদায়ে ১ বছরের সাজা ঘোষনা করেন।