বাড়ছে না রেল ভাড়া, পরিচালক কি সিদ্ধান্ত দেওয়ার মালিক?
- আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৩৮৩ বার পড়া হয়েছে
রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম সাফ জানিয়ে দিয়েছেন, নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়ছে না। এক পর্যায়ে তিনি প্রশ্ন রাখেন পরিচালক কি সিদ্ধান্ত দেওয়ার মালিক?
বিভিন্ন সংবাদমাধ্যমে রেলে ভাড়া বাড়ছে শিরোনামে সংবাদ প্রকাশের বিষয়ে রেলপথ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে রবিবার (১৭ মার্চ) উপরোক্ত মন্তব্য করেন রেলপথ মন্ত্রী।
এদিকে ফের ভাড়া বাড়ছে রেলের সংবাদ প্রকাশের পর এনিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।
রেলপথ মন্ত্রী বলেন, রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।
ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে, রেলওয়ের মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্বে থাকা সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে এই সংবাদ প্রকাশিত হয়।
তাতে বলা হয়, দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বেড়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কখনও ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে সাধারণ মানুষকে জানিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।