ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo শিবগঞ্জের দ্বিতীয় দফায় ভাঙ্গনের কবলে পদ্মা পাড়ের মানুষ, ফেলা হচ্ছে জিও ব্যাগ Logo কক্সবাজারে ইউনিয়ন হাসপাতালের সাথে ভোরের পাখি সংগঠনের স্বাস্থ্য সেবা চুক্তি Logo জকসু ও সম্পূরক বৃত্তিসহ জবি শাখা বাগছাসের ৫ দাবি Logo ইঞ্জিনিয়ার হারুন উর রশিদ গার্লস কলেজের শিক্ষার্থীদের নবীন বরন Logo জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার প্রচার মিছিল সম্পন্ন Logo সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারি আটক Logo সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ এর একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান Logo সংস্কারের অভাবে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ Logo কুড়িগ্রাম এ পূজা মন্ডপ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা Logo নওগাঁ সরকারি কলেজে অধ্যক্ষসহ তিন শিক্ষকের পদত্যাগ দাবি

বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

বাসুদেব বিশ্বাস,বান্দরবান:
  • আপডেট সময় : ১৭৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।

শুভ মধুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই রাজগুরু বৌদ্ধ বিহারে, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহার বিহারাধ্যক্ষরা। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।

এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির, রাজগুরু বৌদ্ধ বিহারের আবাসিক পরিচালক ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহুবছর আগে পূর্ণিমাতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল, ওই কাহিনী অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে এবং মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বান্দরবানে শুভ মধু পূর্ণিমা উদযাপন

আপডেট সময় :

 

বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে শুভ মধু পূর্ণিমা। ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনার। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।

শুভ মধুপূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই রাজগুরু বৌদ্ধ বিহারে, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার সহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহার বিহারাধ্যক্ষরা। এসময় বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন এবং ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে।

এসময় শীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নলংকারা মহাথের, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি স্থবির, রাজগুরু বৌদ্ধ বিহারের আবাসিক পরিচালক ভদন্ত উঃ নাইন্দাসারা ভিক্ষু, ধর্মজ্যোতি ভিক্ষু।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহুবছর আগে পূর্ণিমাতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল, ওই কাহিনী অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে এবং মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছে।