বান্দরবান যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
বান্দরবানে সশস্ত্র হামলা, ব্যাংক ও অস্ত্র লুটের পর সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় শনিবার (৬ এপ্রিল) সার্বিক পরিস্থিতি পরিদর্শনে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু একথা জানান।
বান্দরবানের রুমা ও থানচি পরিদর্শন করবেন। সেই সঙ্গে বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সবশেষ শনিবার দুপুরে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকায় যাত্রা করবেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে থাকবেন।
দুই এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। সশস্ত্র সন্ত্রাসী ব্যাংকের নিরাপত্তায় পুলিশ ও আনসারের ১৪টি অস্ত্র লুট করে নেবার পাশাপাশি ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দেনকে অপহরণ করে নিয়ে যায়।ভ
পরদিন ৩ এপ্রিল প্রকাশ্য দিবালোকে ফিল্মী কায়দায় বান্দরবানের থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতি করে। পর পর দুটো ঘটনার জেরে বান্দরবানের ৬টি ব্যাংকের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।
ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপরহরণের দু’দিনের মাথায় (র্যাব) মধ্যস্থতায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।