ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
সংবাদ শিরোনাম ::

বিআরটিসির ২২০ কর্মকর্তা-কর্মচারী পেলেন শ্রান্তি ভাতা

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ১১:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২২০ জন কর্মকর্তা-কর্মচারীকে ২৭ লাখ ৩৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করেছে। বিনোদন ভাতা প্রাপ্তদের মধ্যে বিআরটিসির ৪৫ জন নবীন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার (২৫ নভেম্বর) সকালে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়।

সরকার ১৯৯৯ সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসিতে ২০২৩ সাল থেকে তাজুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো এই ভাতা পেয়ে আসছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। সেই বছর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে ৪ কোটি ৬১ লাখ ৯৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

নিয়ম অনুযায়ী, সরকারী কর্মচারীরা প্রতি তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পেয়ে থাকেন।

বিআরটিসি জানিয়েছে, ২০২১ সালের পর কোনো নতুন গাড়ি না থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের প্রায় সাড়ে ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো রকম বৈষম্য না থাকায় দলমত নির্বিশেষে কর্মকর্তা/কর্মচারীরা যার যার প্রাপ্য অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ২৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন বাবদ ৪৫ কোটি ৪ লাখ ৯ হাজার ৮৬১ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও অসুস্থ ও দুরারোগ্য আক্রান্ত ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীদেরকে কল্যাণ তহবিল হতে ২১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিআরটিসির ২২০ কর্মকর্তা-কর্মচারী পেলেন শ্রান্তি ভাতা

আপডেট সময় : ১১:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

 

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ২২০ জন কর্মকর্তা-কর্মচারীকে ২৭ লাখ ৩৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করেছে। বিনোদন ভাতা প্রাপ্তদের মধ্যে বিআরটিসির ৪৫ জন নবীন কর্মকর্তা-কর্মচারীও রয়েছেন।

সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বিআরটিসির প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার (২৫ নভেম্বর) সকালে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়।

সরকার ১৯৯৯ সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসিতে ২০২৩ সাল থেকে তাজুল ইসলামের উদ্যোগে প্রথমবারের মতো এই ভাতা পেয়ে আসছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। সেই বছর থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীকে ৪ কোটি ৬১ লাখ ৯৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

নিয়ম অনুযায়ী, সরকারী কর্মচারীরা প্রতি তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পেয়ে থাকেন।

বিআরটিসি জানিয়েছে, ২০২১ সালের পর কোনো নতুন গাড়ি না থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের প্রায় সাড়ে ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো রকম বৈষম্য না থাকায় দলমত নির্বিশেষে কর্মকর্তা/কর্মচারীরা যার যার প্রাপ্য অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ২৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন বাবদ ৪৫ কোটি ৪ লাখ ৯ হাজার ৮৬১ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও অসুস্থ ও দুরারোগ্য আক্রান্ত ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীদেরকে কল্যাণ তহবিল হতে ২১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।