ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত কেএনএফ ৪ সদস্য গ্রেপ্তার

- আপডেট সময় : ০১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৩৪২ বার পড়া হয়েছে
সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সক্রিয় ৩ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
আটক চার জনের মধ্যে ১ জন সরাসরি ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন যৌথ বাহিনীর এক কর্মকর্তা। তিনি জানান, ব্যাংক ডাকাতির সময় ব্যবহার করা একটি গাড়িও জব্দ করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) গভীর রাতে থানচিতে অভিযান চালিয়ে যৌথবাহিনী কেএনএফের তিন সদস্যকে আটক করার কথা জানান বান্দরবানের এস পি সৈকত শাহীন।
এদিন কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বমকে গ্রেপ্তার করে র্যাব।
পাহাড়ে সন্ত্রাস দমনে নামানো নামানো হয়েছে বিশেষ সাঁজোয়া যান। এগুলো বান্দরবানের রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হচ্ছে।
এই সাঁজোয়া যান যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীকে যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
গত সপ্তাহে কেএনএফের সন্ত্রাসীরা রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের তিন ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাক ম্যানেজারকে অপহরণ করে। ৪৮ ঘন্টা পর ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা সম্ভব হলেও লুটপাট করে নেওয়া উদ্ধার করা যায়নি।
জানা গেছে, থানচিতে ৩টি গাড়ি করে ফিল্মী স্টাইলে দিনদুপরে গুলি বর্ষণ করে ব্যাংক ডাকাতি করতে আসে কেএনএফ সদস্যরা।
সশস্ত্র সন্ত্রাসীরা আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ তল্লাশি চৌকিতেও হামলা চালায়।
কেএনএফকে দমন করতে সরকারের তরফে যৌথ অভিযান চালানো হচ্ছে।