ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ভেদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ  মাদক কারবারি আটক

মেহেদী হাসান সফি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
  • আপডেট সময় : ৯৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন যৌথ বাহিনী।
রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো: রাহাত কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৫৫)। তিনি ভেদরগঞ্জ উপজেলার পূর্ব গৈড্যা এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৪টি খালি মদের বোতল, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভেদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদসহ  মাদক কারবারি আটক

আপডেট সময় :

শরীয়তপুরের ভেদরগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি মদ ও মাদক সেবনের সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন যৌথ বাহিনী।
রোববার (২৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভেদরগঞ্জ আর্মি ক্যাম্পের মেজর মো: রাহাত কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আনোয়ার হোসেন (৫৫)। তিনি ভেদরগঞ্জ উপজেলার পূর্ব গৈড্যা এলাকার মৃত মতলব মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ৪টি খালি মদের বোতল, ৪টি মোবাইল ফোন এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
অভিযান শেষে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ গ্রেফতারকৃত আনোয়ার হোসেনকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।