মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযান, তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
বরগুনার পাথরঘাটা ও ভোলায় পৃথক দুটি অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড বেইজ ভোলা কর্তৃক সদর উপজেলার ব্যাংকের হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, ১০ নভেম্বর সোমবার রাত ১১টার দিকে কোস্টগার্ড স্টেশন বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৪৫ হাজার টাকা মূল্যের দেড় কেজি গাঁজা ও নগদ ২ হাজার ৬১০ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাথরঘাটা থেকে রায়হানপুর ইউনিয়নের জাকির সিকদারের ছেলে মোঃ সাকিব সিকদার (২৪), পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিরু তালুকদারের ছেলে নিলয় তালুকদার (২১), এবং ভোলা থেকে: ভোলা সদর উপজেলার কুঞ্জপট্টি গ্রামের আব্দুল জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (২০)।
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বিএন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।




















