মাদকদ্রব্য আটক করায় হামলায় মাদক নির্মুল কমিটির তিন সদস্য আহত

- আপডেট সময় : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৯৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে কালাইয়া বন্দরে বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় মাদক দ্রব্য আটকের সময় হামলা চালিয়ে ৩ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে৷ অন্যদিকে অভিযুক্ত বলছে, তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন, ইউনিয়নের স্থানীয় মাদক নির্মুল কমিটির সদস্য মোহাম্মদ সুমন (২৬), মুরাদ হোসেন (২৩) ও আরিফ (২৭)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সজল সাহার ছেলে সৌরিন সাহা (২২) দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত এবং নিজেও মাদক সেবন করেন৷ রাতে ধানেরহাট এলাকায় মাদকের কারবার করার সময় সৌরন সাহাকে তারা হাতেনাতে আটক করেন। বিষয়টি পুলিশকে জানানোর জন্য চেষ্টাও করছিলেন তারা। এর মধ্যে সৌরিন সাহার বাবা ব্যবসায়ী সজল সাহা তার প্রতিষ্ঠানের কর্মচারীদের নিয়ে তাদের ওপরে অতর্কিত হামলা চালায়।
এ অভিযোগ অস্বীকার করে সৌরিন সাহার পিতা সজল সাহা জানান, তার ছেলে মাদকের সাথে জড়িত না। কিছু দুষ্টু লোক তার ছেলেকে আটকে মারধর করছেন জানতে পেরে তিনি ঘটনাস্থলে দৌড়ে যান। নিজের ছেলেকে বাঁচাতে ডাক-চিৎকার করে সহযোগিতা চাইলে সাধারণ মানুষ আহতদের মারধর করে।
তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, উভয় পক্ষ ভিন্ন ভিন্ন অভিযোগ দিয়েছেন। তদন্ত করে সত্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।