মানুষের প্রয়োজন মেটাতেই বাজেট করেছি: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি: সংগ্রহ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের প্রয়োজন মেটাতে চাই, সেই দিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট করা হয়েছে।
শুক্রবার (৭ জুন) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে শেখ হাসিনা বলেন, খুব সাবধানে এগোতে চাই। যাতে আমাদের দেশের মানুষের কষ্ট না হয়। মানুষের যে প্রয়োজন তা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই এবারের বাজেট করা হয়েছে।
বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার আমলে বাজেটের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সর্বশেষ বাজেট ছিল মাত্র ৬২ হাজার কোটি টাকা। এবং তত্ত্বাবধায়ক সরকার মনে হয় ৬৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিল। অথচ আমরা এবারের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি।
শেখ হাসিনা বলেন, বাজেটে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দেশীয় শিল্প এবং সামাজিক নিরাপত্তা বিষয়গুলোতে প্রাধান্য দেয়া হয়েছে।
এ সময় সবচেয়ে বেশি প্রয়োজন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। যেহেতু মূল্যস্ফীতি, যারা সীমিত আয়ে চলে তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড করে দিয়েছি। যাতে কষ্টটা কিছুটা লাঘব হয়।
শেখ হাসিনা বলেন, আমাদের এগিয়ে যাবার সময় কোভিড-১৯ অতিমারি দেখা দিল। তাতে অতিমারির ফলে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। সেই মন্দায় আমারাও পড়ে গেলাম। সারা বিশ্বে প্রতিটি জিনিসের দাম বেড়ে গেল। এরপর আসলো ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। সেখানে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার ফলে প্রতিটি জিনিসের দাম বৃদ্ধি পায়।