সংবাদ শিরোনাম ::
মার্চ ফর জাস্টিস সমর্থনে সিএমএম আদালতের আইনজীবীদের বিক্ষোভ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:৫৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে পুরান ঢাকার নিম্ন ঢাকা চীফ মেট্রোপলিটান আদালত চত্বরে বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বুধবার (৩১ জুলাই) বেলা পৌনে ১টার দিকে আইনজীবীদের একটি দল ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ মিছিলটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কিছুক্ষণ অবস্থান করে আবার ঢাকা আইনজীবী সমিতির দিকে চলে যায়।
এ সময় তারা মার্চ ফর জাস্টিস এর সমর্থনে বিভিন্ন শ্লোগান দেন।
শিক্ষার্থীদের কর্মসূচিকে ঘিরে ঢাকার নিম্ন আদালতে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আদালতের প্রধান ফটকগুলো বন্ধ করে রাখে। শুধু আইনজীবী, সহকারি ও কাজে এসেছেন এমন ব্যক্তিদের আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।