মিয়ানমারের ৩৩০ সীমান্ত সেনাকে ফেরত পাঠালো বাংলাদেশ
- আপডেট সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
৩৩০ সীমান্ত সেনাকে ফেরত পাঠালো বাংলাদেশ
মিয়ানমারে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াইয়ে পরাজিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া ৩৩০জন মিয়ানমার সীমান্ত সেনা ফেরত পাঠালো বাংলাদেশ।
বৃহস্পতিবার সকাল থেকেই কক্সবাজার ইনানী নৌবাহীনির জেটিটি এসব আশ্রিত বিজিপি সদস্যদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয় এবং নৌবাহিনীর জাহাজ যোগে মধ্য বঙ্গেসাগরে মিয়ানমারের জাহাজে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য রয়েছেন।
বিজিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিপি সদস্যসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে চলতি মাসের শুরু থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ মিয়ানমারের নাগরিকরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করে।