মুন্সীগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
- আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর। কর্মশালার সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
কর্মশালায় জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, সংবাদ যাচাইয়ের প্রক্রিয়া, তথ্যের উৎসের প্রতি দায়বদ্ধতা এবং গণমাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময প্রধান অতিথি হিসেবে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন,
গণমাধ্যম হচ্ছে জাতির বিবেক। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সত্যনিষ্ঠা রক্ষা করা সাংবাদিকদের নৈতিক কর্তব্য। অপসাংবাদিকতা কেবল গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্টই করে না, সমাজে বিভ্রান্তি ছড়ায়—যা কোনভাবেই কাম্য নয়।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন ও সামাজিক যোগাযো গমাধ্যমের মাধ্যমে দ্রুত সংবাদ প্রচার হচ্ছে। কিন্তু প্রতিটি তথ্য যাচাই-বাছাই করে প্রচার করা জরুরি। সত্য সংবাদই গণমানুষের আস্থা অর্জন করতে পারে।
সভাপতির বক্তব্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে পারে। অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের পাশাপাশি প্রশাসনেরও দায়িত্ব রয়েছে। প্রশাসন সর্বদা সাংবাদিকদের পেশাগত সহায়তায় পাশে থাকবে।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা বাংলাদেশ প্রেস কাউন্সিলের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত রাখার আহ্বান জানান। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, মুন্সীগঞ্জের সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।



















