যে কোনো মুহূর্তে জামায়াত-শিবির নিষিদ্ধের ঘোষণা
- আপডেট সময় : ০৮:০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১২১ বার পড়া হয়েছে
১৯৭১ সারে বাংলাদেশের স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ও ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধের ঘোষণা যেকোন মুহূর্তে াাসতে পারে বলে জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন প্রক্রিয়া চলছে। নির্বাহী আদেশে বুধবারের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছেন বুধবারের মধ্যে ব্যবস্থা গ্রহণের জন্য।
মঙ্গলবার বিকালে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সাতজন মন্ত্রী প্রতিমন্ত্রী জরুরী বৈঠকে বসেন। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির কথা ছিলো। এদিন সন্ধ্যায় সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, জামায়াত আগেই নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান এসে তাদের আবার রাজনীতির অধিকারটা দিয়েছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং সুশীল সমাজ উভয়ই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করতে দাবি জানিয়ে আসছিল। এটা জনগণের দাবি ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত সোমবার রাতে ১৪ দলের মিটিং হয়েছে এবং প্রধানমন্ত্রী অনেকের মতামত নিয়েছেন। সবাই প্রধানমন্ত্রীকে জামায়াতে ইসলামী ও শিবিরকে নিষিদ্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেও দু-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে, এ দলটি জঙ্গি দল হিসেবে নিষিদ্ধ করা উচিত। সেই প্রক্রিয়াটি চলছে, যে কোনো সময় প্রক্রিয়াটি শেষ হলেই ঘোষণা হবে বলেন আসাদুজ্জামান খান।