ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

রমজানের শুরুতেই নাটোরে ফল ও নিত্যপণ্যের বাজার উর্ধমুখী

আফরোজা ইয়াসমিন, নাটোর
  • আপডেট সময় : ১২:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৫০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রমজানের শুরুতেই নাটোরে বিভিন্ন ফল ও নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। ২৪০ টাকা কেজির আঙ্গুর রাতারাতি বেড়ে দাড়ায় ২৮০ টাকা, আপেল ২৬০ টাকার আপেল ২৮০ টাকা, কমলার কেজি ২০০ টাকা, বেদানা ছোট ৩০০ এবং বড় আকারের ৪৫০ টাকা কেজি।

একদিন আগেও যে কলা বিক্রি হয়েছে, ২০ টাকা, সেই কলাই বিক্রি হচ্ছে ৩০ টাকায়। রমজানের শুরুতেই প্রতিটি পণ্যের দাম আকাশমুখো। যে কারণে ফল খাওয়াটা খেটে খাওয়া মানুষের বেলায় অতীত।

নাটোর নিচা বাজারের হেলাল ফল ভান্ডারের আব্দুল্লাহ জানান সব ফলের দাম আগের মত থাকলেও আঙ্গুর ও আপেলের দামটা একটু বেড়েছে।

একই এলাকার বিসমিল্লাহ স্টোরের আশরাফুল ইসলাম জানান, খেজুর কিসমিস কাছু বাদাম সবকিছু সব পণ্যের দাম বেড়েছে। খেজুর বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ১৮০০ টাকা কেজি দরে। দাবাস নামের ৪২০ টাকা কেজির খেজুর এখন ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কামালী স্টোরের রিপন জানান, সব ধরণের পণ্যের দাম প্রায় আগের মতই। তার দোকানে প্রতি কোজি ছোলা ১০০ টাকা, মসুরের ডাল ১১০ এর থেকে ১৩০ টাকা, বেসন প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন জানান, লেবুর আর শশার দাম বেড়েছে। ৪০ টাকা কেজির শশা ৬০ টাকা, ২০ টাকা হালির লেবু ৩০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, কেজি বেগুন ৪০ থেকে ৬০ টাকা, পটল ৮০ টাকা, গাজর ৩০ টাকা, সিম ৩০ টাকা, পিঁয়াজ ৯০ টাকা, আদা ২২০ টাকা, রসুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানের শুরুতেই নাটোরে ফল ও নিত্যপণ্যের বাজার উর্ধমুখী

আপডেট সময় : ১২:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪

 

রমজানের শুরুতেই নাটোরে বিভিন্ন ফল ও নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। ২৪০ টাকা কেজির আঙ্গুর রাতারাতি বেড়ে দাড়ায় ২৮০ টাকা, আপেল ২৬০ টাকার আপেল ২৮০ টাকা, কমলার কেজি ২০০ টাকা, বেদানা ছোট ৩০০ এবং বড় আকারের ৪৫০ টাকা কেজি।

একদিন আগেও যে কলা বিক্রি হয়েছে, ২০ টাকা, সেই কলাই বিক্রি হচ্ছে ৩০ টাকায়। রমজানের শুরুতেই প্রতিটি পণ্যের দাম আকাশমুখো। যে কারণে ফল খাওয়াটা খেটে খাওয়া মানুষের বেলায় অতীত।

নাটোর নিচা বাজারের হেলাল ফল ভান্ডারের আব্দুল্লাহ জানান সব ফলের দাম আগের মত থাকলেও আঙ্গুর ও আপেলের দামটা একটু বেড়েছে।

একই এলাকার বিসমিল্লাহ স্টোরের আশরাফুল ইসলাম জানান, খেজুর কিসমিস কাছু বাদাম সবকিছু সব পণ্যের দাম বেড়েছে। খেজুর বিক্রি হচ্ছে ২০০ টাকা থেকে ১৮০০ টাকা কেজি দরে। দাবাস নামের ৪২০ টাকা কেজির খেজুর এখন ৪৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কামালী স্টোরের রিপন জানান, সব ধরণের পণ্যের দাম প্রায় আগের মতই। তার দোকানে প্রতি কোজি ছোলা ১০০ টাকা, মসুরের ডাল ১১০ এর থেকে ১৩০ টাকা, বেসন প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা সাদ্দাম হোসেন জানান, লেবুর আর শশার দাম বেড়েছে। ৪০ টাকা কেজির শশা ৬০ টাকা, ২০ টাকা হালির লেবু ৩০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, কেজি বেগুন ৪০ থেকে ৬০ টাকা, পটল ৮০ টাকা, গাজর ৩০ টাকা, সিম ৩০ টাকা, পিঁয়াজ ৯০ টাকা, আদা ২২০ টাকা, রসুন ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।