ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

রামপুরায় ফ্যানে স্বামী আর জানালার গ্রিলে ঝুলছিলো স্ত্রীর মরদেহ

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

রামপুরার একটি বাসা থেকে শনিবার স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন মো. জুবায়ের (২১) ও মাইসা খাতুন (২০)। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ব্যবসায়ী জুবায়ের তার স্ত্রী মাইসাকে নিয়ে রামপুরার মাটির মসজিদ এলাকায় বাস করতেন। পুলিশ দুপুর ১২টার দিকে খবর পায়, এই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ।

রামপুরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জুবায়ের ও তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই দম্পতির মৃত্যুর বিষয়ে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ব্যবসায়ী জুবায়েরের সঙ্গে মাইসার দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর রামপুরার ভাড়া বাসায় সংসার শুরু করেন তাঁরা।

শনিবার ভোরবেলা জুবায়ের তার এক চাচাতো ভাইয়ের ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা দেন। তাতে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটি উল্লেখ করেন। পরে সেই ব্যক্তিই পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তা শাহাদাত হোসেন আরও বলেন, জুবায়েরের মরদেহ ঝুলছিল ফ্যানের সঙ্গে, আর মাইসার মরদেহ জানালা গ্রিলের সঙ্গে ঝুলছিল। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রামপুরায় ফ্যানে স্বামী আর জানালার গ্রিলে ঝুলছিলো স্ত্রীর মরদেহ

আপডেট সময় : ০৮:১৪:০২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

 

রামপুরার একটি বাসা থেকে শনিবার স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন মো. জুবায়ের (২১) ও মাইসা খাতুন (২০)। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ব্যবসায়ী জুবায়ের তার স্ত্রী মাইসাকে নিয়ে রামপুরার মাটির মসজিদ এলাকায় বাস করতেন। পুলিশ দুপুর ১২টার দিকে খবর পায়, এই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ।

রামপুরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে জুবায়ের ও তার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এই দম্পতির মৃত্যুর বিষয়ে পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ব্যবসায়ী জুবায়েরের সঙ্গে মাইসার দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর রামপুরার ভাড়া বাসায় সংসার শুরু করেন তাঁরা।

শনিবার ভোরবেলা জুবায়ের তার এক চাচাতো ভাইয়ের ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা দেন। তাতে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটি উল্লেখ করেন। পরে সেই ব্যক্তিই পুলিশকে খবর দেন।

পুলিশ কর্মকর্তা শাহাদাত হোসেন আরও বলেন, জুবায়েরের মরদেহ ঝুলছিল ফ্যানের সঙ্গে, আর মাইসার মরদেহ জানালা গ্রিলের সঙ্গে ঝুলছিল। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে।