শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ত্যাগ করে আনসার সদস্যরা
- আপডেট সময় : ১১:০৫:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
চাকরি জাতীয়করণের দাবিতে আনসার সদস্যদের আন্দোলনে দিনভর অবরুদ্ধ থাকার পর বোরবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে সচিবালয় থেকে বেরিয়ে আসলেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অর্ধশতাধিক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সচিবালয় এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্য ও পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে রাতেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সোমবার (২৬ আগস্ট) থেকে যে কোনও সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন পেশাজীবীদের দাবি-দাওয়ার মধ্যেই আন্দোলনে নামেন আনসার সদস্যরা। তাদের কয়েকটি দাবির মধ্যে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামেন আনসার সদস্যরা। একই দাবিতে রবিবার সকালেও প্রেসক্লাবের সামনে জড়ো হন তারা। এক পর্যায়ে তারা বেলা ১২টার দিকে সচিবালয়ের চারপাশে পাঁচটি ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বেলা আড়াইটার দিকে বিক্ষোভকারী আনসার সদস্যদের সঙ্গে কথা বলতে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। আনসার সদস্যদের দাবি ‘যৌক্তিক’ উল্লেখ করে মেনে নেওয়ারও আশ্বাস দেন তারা।
জানা যায়, বিকালে আনসার সদস্যদের সাত সদস্যের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আনসার থেকে রেস্ট প্রথা (প্রতি তিন বছর ছয় মাসের বাধ্যতামূলক বিরতি) বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেইসঙ্গে তাদের অন্যান্য দাবি-দাওয়া নিয়ে একটি কমিটি করা হবে। এই কমিটি সব কিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেবো।
সচিবালয়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আরও কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।
বৈঠকে ‘রেস্ট প্রথা’ বাতিলের সিদ্ধান্ত হলেও তাতে আশ্বস্ত না হয়ে বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ত্যাগ করে আনসার সদস্যরা।