শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা
- আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
শুক্রবার (১৪ জুন) সৌদি আরবে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। এদিন ভোর থেকে হাজিরা ইহরাম বেঁধে মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়েই হজের আনুষ্ঠানিকতা শুরু হলো। এবারে বিশ্বের ২০ লাখেরও বেশি মুসলমান হজ পালন করবেন আশা করা হচ্ছে।
এবারে হজ পালনে বাংলাদেশ থেকে ৮২ হাজার ৭৭২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। হজযাত্রীদের স্বাগত জানাতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এমন তথ্যই দিচ্ছে বিদেশি সংবাদমাধ্যম।
জানা গেছে, গ্র্যান্ড মসজিদ থেকে ৭ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত মিনা। মক্কা ও মুজদালিফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান এই মিনা। এই উপত্যকাটি উত্তর ও দক্ষিণে পাহাড় দিয়ে ঘেরা এবং মসজিদুল হারামের সীমানার মধ্যে অবস্থিত। হজকালী সময়ে এখানে মানুষের ভিড় জমে।
জিলহজের মাসের ৮ তারিখ থেকে শুরু হয় হজ। ৯ জিলহজ আরাফাতের দিন শেষে ১০ জিলহজ পশু কোরবানি দেবেন হাজিরা।
হজের আনুষ্ঠানিকতার প্রাথমিক পর্যায়ে হাজিদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ৩০ হাজার হজযাত্রীর থাকার জন্য মিনায় বহুতল আবাসিক টাওয়ার তৈরি করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদিতে আরবে আজ ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছিল, তাপজনিত সম্ভাব্য অসুস্থতা ও হিটস্ট্রোক মোকাবিলায় চারটি হাসপাতাল প্রস্তুত রেখেছে কর্তৃপক্ষ।
ইসলামের পঞ্চম স্তম্ভ হজ। আর্থিকভাবে সক্ষম মুসলমানদের জন্য অন্তত একবার পালন করা ফরজ।