সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাড়ির আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
- আপডেট সময় : ০২:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে ব্যারিকেড দিয়ে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা : ছবি সংগ্রহ
সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করার পর আজ সোমবার এই দুই জায়গায় দাবি নিয়ে কাউকে অবস্থান করতে দেখা যায়নি। দুই জায়গাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
রোববার রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনার পর রাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশপাশে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে গিয়ে দেখা যায়, গত কয়েক দিন বাসভবনের সামনের রাস্তায় বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলনকারীদের যে ভিড় ছিল, সেটা নেই। সেখানে আধা ঘণ্টা অবস্থান করার পর দাবিদাওয়া নিয়ে কাউকে আসতে দেখা যায়নি। বাসভবন ঘিরে পিজিআর, এসপিবিএন, র্যাব ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
সচিবালয়ের প্রধান ফটকে সেনা ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একটু এগিয়ে গেলে কয়েকটি গাড়ি নিয়ে র্যাব সদস্যদের অবস্থান নিয়ে থাকতে দেখা যায়। সেখানেও এপিসি নিয়ে সেনাসদস্যরা রয়েছেন।