সাতসকালেই মহাসড়কে ঝরলো ৫ প্রাণ
- আপডেট সময় : ১০:২৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারে যাবার পথে কুমিল্লা মহাসড়কের চৌদ্দগ্রামের বসন্তপুর এলাকায় যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে ৫ জন মারা যাত্রীর মৃত্যু ঘটে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
পুলিশ জানায়, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল বাসটি। সরকারী ছুটির দিনে অনেকে কক্সবাজার ভ্রমণেও যাচ্ছিলেন। শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে ৫ জন মারা যান। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
কক্সবাজারের টেকনাফ মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া বদরুল হাসান রিয়াদ (২৬) নামের জানা গেলেও তাৎক্ষণিক অপর তিনজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহত টেকনাফ উপজেলার ফিরোজ (৪০), একই এলাকার মোক্তার হোসেন (৪০), ফজলুর রহমান (৪২), আরাফাত (৩৪), সিয়াম (৩২), সোহাগ (২৮), কামরুন নাহার (২৫), স্বপন শিকদার (২৫), রফিকুল ইসলাম (৩০), মনির (৩০)। এদের মধ্যে চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন।