ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo ত্রিশালে সড়ক ও জনপথের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান Logo ফুলপুরে অবৈধ ভারতীয় পণ্যসহ সমন্বয়ক আটক Logo বকশীগঞ্জে স্থানীয়দের সঙ্গে ৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময় সভা Logo পলাশবাড়ীতে সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসী Logo রাজবাড়ীতে সরকারী প্রনোদনার উচ্চ ফলনশীল শরীষা Logo ইসলামপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ইউনিয়ন কমিটি অনুমোদন Logo বিএনপির তদারকি কমিটির সদস্য পদ ফিরে পেতে সংবাদ সম্মেলন Logo ঢাকা চট্টগ্রাম রেলপথে ৩৫ টি বৈধ-অবৈধ রেল ক্রসিং! বিধি বহিঃভুক্ত পারাপার! Logo আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহরে দাবিতে মানববন্ধন Logo ফেনীর মহিপালে যাত্রীবাহী বাস থেকে বিপুল জব্দ আটক ও চালক গ্রেফতার

সুনামগঞ্জে কোরআন অবমাননা, হিন্দু যুবক আটক

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশের উত্তরের জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজারে কোরআন শরীফে পা দিয়ে অবমাননার দায়ে আকাশ দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, আকাশ দাস পবিত্র কোরআন শরিফে পা দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।

এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকা হতে মুসলিম জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং থানা ঘেরাও করেন।

বিক্ষুদ্ধ জনতা উপজেলা সদরে ও পার্শ্ববর্তী মংলারগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ রয়েছে। উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, বিএনপি নেতা আব্দুল বারী ও দোয়ারাবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে।

ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন আকাশকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। মঙ্গলবারের এ ঘটনায় সুনামগঞ্জের প্রধান দৈনিক সুনামকণ্ঠের সম্পদক বিজন সেন রায় বলেন, বিষয়টি নিয়ে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। মূলত দোষী আকাশ। সেই কোরআন অবমাননা করেছে। এলাকার পরিস্থিতি শান্ত।

সুনামগঞ্জের অপর সাংবাদিক শ্যামল বাবু বলেন, আকাশ যে কাজ করেছে তা আমরা সমর্থন করি না। সুনামগঞ্জে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়। হাছন রাজার জন্মস্থানে সকল সম্প্রদায়ের সহাবস্থান প্রাচীন। আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পরিস্থিতির শান্ত শান্ত রয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে কোরআন অবমাননা, হিন্দু যুবক আটক

আপডেট সময় : ০১:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

 

বাংলাদেশের উত্তরের জেলা সুনামগঞ্জের দোয়ারাবাজারে কোরআন শরীফে পা দিয়ে অবমাননার দায়ে আকাশ দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, আকাশ দাস পবিত্র কোরআন শরিফে পা দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন।

এ সংবাদ তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলিম জনতা ক্ষুব্ধ হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকা হতে মুসলিম জনতা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং থানা ঘেরাও করেন।

বিক্ষুদ্ধ জনতা উপজেলা সদরে ও পার্শ্ববর্তী মংলারগাও গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, বাড়িঘর ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ রয়েছে। উপজেলা জামায়াতের আমির ডা. হারুন অর রশীদ, বিএনপি নেতা আব্দুল বারী ও দোয়ারাবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করে।

ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন আকাশকে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের হাতে তুলে দেন। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। মঙ্গলবারের এ ঘটনায় সুনামগঞ্জের প্রধান দৈনিক সুনামকণ্ঠের সম্পদক বিজন সেন রায় বলেন, বিষয়টি নিয়ে কেউ কেউ ফায়দা লুটার চেষ্টা করছে। মূলত দোষী আকাশ। সেই কোরআন অবমাননা করেছে। এলাকার পরিস্থিতি শান্ত।

সুনামগঞ্জের অপর সাংবাদিক শ্যামল বাবু বলেন, আকাশ যে কাজ করেছে তা আমরা সমর্থন করি না। সুনামগঞ্জে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়। হাছন রাজার জন্মস্থানে সকল সম্প্রদায়ের সহাবস্থান প্রাচীন। আমরা এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি শান্ত রয়েছে।

পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। পরিস্থিতির শান্ত শান্ত রয়েছে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহের নিগার তনু জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস প্রদান করেন।