সূর্য ডোবার আগেই শেষ করতে হবে বৈশাখের অনুষ্ঠান
- আপডেট সময় : ০৫:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ঘিরে আয়োজিত নানা অনুষ্ঠান ইফতারের আগেই শেষ করতে হবে।
বর্ষবরণ অনুষ্ঠানে ওড়ানো যাবে না ফানুস, কোন আতশবাজি পোড়ানো যাবে না, নিষেধ করা হয়েছে ভুভুজেলা। আর ইফতারের আগেই সকল আয়োজন শেষ করতে হবে।
এর কোন ব্যত্যয় ঘটলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। যে কোনো ধরনের অপপ্রচার ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাখা হবে নজরদারি।
প্রতি বছর বাড়তি নিরাপত্তা নেওয়া হয় বৈশাখী অনুষ্ঠানকে ঘিরে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। সভায় উল্লেখিত ১৩টি নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ড. খন্দকার মহিদ উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, আমাদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে ফানুসের ব্যাপারে, আগুনের ব্যাপারে সচেতন না হতে হবে।
যদি কেউ আইন অমান্য করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অর্ডিন্যান্স অনুযায়ী আইন প্রয়োগ করা হবে। ১৩ নির্দেশনার কোনোটি অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ।
প্রতি বছরের মতো এবারও গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। ঢাকা মহানগর ছাড়াও সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুল্যান্স ও মেডিকেল টিম থাকবে বলেও জানানো হয়।