স্বাস্থ্যমন্ত্রী বিশ্বাস করেন বাংলাদেশের চিকিৎসকরা কোন অংশে কম নয়
- আপডেট সময় : ০৬:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা. গামন্তলাল সেন বলেছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের চিকিৎসকরা কোন দেশের তুলনায় কোন অংশে কম নয়।
শনিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর।
এসময় তিনি বলেন, আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো দেশের তুলনায় কম নয়।
বাংলাদেশের চিকিৎসকদের মান বিশ্বের কোনো দেশের চিকিৎসকদের তুলনায় কম নয়। ভুটান থেকে রোগী এসে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন। ভারত থেকেও অসংখ্য রোগী বাংলাদেশে আসছেন।আমরা হাঙ্গেরি থেকে চিকিৎসক এনে জোড়া শিশুর অপারেশন করিয়েছি।
বাচ্চাদের যখন অ্যানেসথেসিয়া দেওয়া হয়, তখন হাঙ্গেরির চিকিৎসকরা কিন্তু পারেননি, পেরেছেন বাংলাদেশের চিকিৎসকরাই। কাজেই আমি বিশ্বাস করি আমাদের চিকিৎসকরা কোনো বিদেশের তুলনায় কম নয়।
ডা. সামন্তলাল বলেন, ডাক্তার ও রোগীদের ভালো সম্পর্ক অনেক কিছুর ওপর নির্ভর করে। কোন হাসপাতালে ভালো কাজ সেখানের সম্পন্ন করতে পরিচালক থেকে শুরু করে একজন অধ্যাপক, নার্স, ওয়ার্ডবয়, পরিচ্ছন্নতাকর্মীর ওপর নির্ভর করে। সবার সমন্বিত প্রয়াসেই চিকিৎসাসেবার সুনাম বৃদ্ধি করে।
নবীন চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা এখানে বসে আছেন, সবিনয়ে তাদের কাছে একটা কথা বলব, আসুন আমরা চিকিৎসকদের মান-সম্মান এমন এক জায়গায় নিয়ে যেতে হবে, যেন মানুষ চিকিৎসকদের দেখলে মাথা নত করে দাঁড়িয়ে যায়।
এমন পর্যায়ে যেতে হলে ধৈর্য ধরে রোগীদের কথা শুনে চিকিৎসা দিতে হবে। তিনি বলেন, চিকিৎসকদের সময়মতো হাসপাতালে আসতে হবে। সাধারণ মানুষের সেবায় নিজেকে উজাড় করে দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু খুব চিকিৎসকদের খুব বেশি কিছু চায় না, শুধু একটু গায়ে হাত দিয়ে কথা বলা, সুন্দর করে একটু কুশলাদি বিনিময় করলেই তারা সন্তুষ্ট।