হত্যা মামলায় দীপু মনি ও জয় ৫ দিনের রিমান্ডে
- আপডেট সময় : ০৬:০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও সাবেক ক্রিড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে রিমান্ডে এনেছে গোয়েন্দা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যা রাতে দীপু মনি ও জয়কে গ্রেপ্তার করে পুলিশ।
মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ডা. দীপু মনিকে চারদিন এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২০ আগস্ট) তাদের আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন দীপু মনির চারদিন ও জয়ের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এ মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তা এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।
মামলার অন্য আসামিরা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।