সংবাদ শিরোনাম ::
১০ মাসে রেকর্ড গড়লো প্রবাসী আয়
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
১০ মাসে রেকর্ড গড়লো প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে বিগত ২ বছরের মধ্যে প্রবাসী আয় অন্তত ২ বিলিয়ন ডলার বেশি। একক মাস হিসেবে এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি।
কেন্দ্রীয় ব্যাংক তাদের হালনাগাদ প্রতিবেদনে বলেছে, চলতি অর্থবছরের (২০২৩-২৪) প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯ দশমিক ১১ বিলিয়ন ডলার। গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিলো ১৭ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। গত ২০২১-২২ অর্থবছরের একই সময়ে আসে ১৭ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, ১০ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৮ শতাংশ। একক মাস হিসাবে এপ্রিলে প্রবৃদ্ধি ২১ শতাংশের বেশি।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং আসন্ন কোরবানির ঈদ ঘিরে প্রবাসী আয় আরও বেশি বাড়বে।