১৪ বছরের সাজা বহাল বরখাস্ত ডিআইজি মিজানের
- আপডেট সময় : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৫৩ বার পড়া হয়েছে
আদালত প্রতিবেদক
১৪ বছরের সাজা বহাল রাখলেন হাইকোর্ট। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল হাসান মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৪ বছরের সাজা দেয় আদালত।
গত বছরের জুন মাসে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম দুর্নীতির মামলায় মিজানকে ১৪ বছরের সাজা দেন। তার ভাই মাহবুবুর রহমান, ভাগ্নে মাহমুদুল হাসান এবং স্ত্রী সোহেলিয়া আনার রত্নাকে সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, আদালত রায়ে সেসময় মিজানকে দেড় লাখ টাকা জরিমানা করে। মিজান যে মেয়াদে ইতোমধ্যে কারাভোগ করেছেন, সাজা থেকে তা বাদ দেওয়া হবে বলে রায়ে উল্লেখ ছিল।
ডিআইজি মিজানসহ আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে দুদক। ২০২০ সালের ১ জুলাই শাহবাগ থানা পুলিশ মিজানকে গ্রেপ্তার করে।
চার আসামির মধ্যে ডিআইজি মিজান বর্তমানে কারাগারে। তার ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগনে মাহমুদুল হাসান জামিনে রয়েছেন। মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্না রহমান পলাতক।