ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

২০০ টাকায় নামলো কাঁচামরিচের কেজি

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৩৪৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ব্যবসায়ীরা বলছেন, সরকরাহ কম থাকায় কাঁচামরিচের দাম দাড়ায় ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। শনিবার ডাকার বাজারে এ দরেই বিক্রি হয়েছে কাঁচা মরিচ।

কিন্তু পেরুতেই রোববার (১৪ জুলাই) তা অর্ধেকে নেমে আসে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে।

কারওয়ান বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। যা একদিন আগেও কেজিপ্রতি ৩৫০-৪০০ বিক্রি হয়েছিল।

বিক্রেতারা জানান, শনিবারও ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন তারা। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম কমেছে।

মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।

সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। সবচেয়ে কম দাম পেঁপের।

কারওয়ান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঢেঁড়স, ধুন্দল, কচুর মুখি ও বরবটি ৮০ টাকা, বেগুন ও করল্লা ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শসার কেজি ৬০ টাকা এবং টমেটোর ১৮০ টাকা।

শনিবারের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এ ছাড়া সোনালি মুরগির কেজি ২৮০-৩০০ টাকা।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০০ টাকায় নামলো কাঁচামরিচের কেজি

আপডেট সময় :

 

ব্যবসায়ীরা বলছেন, সরকরাহ কম থাকায় কাঁচামরিচের দাম দাড়ায় ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি। শনিবার ডাকার বাজারে এ দরেই বিক্রি হয়েছে কাঁচা মরিচ।

কিন্তু পেরুতেই রোববার (১৪ জুলাই) তা অর্ধেকে নেমে আসে। বিক্রেতারা বলছেন, সরবরাহ বেড়ে যাওয়ায় কাঁচা মরিচের দাম কমেছে।

কারওয়ান বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি করতে দেখা গেছে। যা একদিন আগেও কেজিপ্রতি ৩৫০-৪০০ বিক্রি হয়েছিল।

বিক্রেতারা জানান, শনিবারও ৩৫০-৪০০ টাকা দরে মরিচ বিক্রি করেছেন তারা। মরিচের সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল এবং এখন সরবরাহ স্বাভাবিক হওয়ায় দাম কমেছে।

মরিচের আকার ও মান ভেদে ২০০-২৪০ টাকা দরে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।

সবজির দোকানগুলো ঘুরে দেখা যায়, ৬০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। সবচেয়ে কম দাম পেঁপের।

কারওয়ান বাজারে পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ঢেঁড়স, ধুন্দল, কচুর মুখি ও বরবটি ৮০ টাকা, বেগুন ও করল্লা ১০০ কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শসার কেজি ৬০ টাকা এবং টমেটোর ১৮০ টাকা।

শনিবারের চেয়ে কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। এ ছাড়া সোনালি মুরগির কেজি ২৮০-৩০০ টাকা।