অবশেষে শেরপুরের সেই সাংবাদিকের জামিন
- আপডেট সময় : ০৭:৫৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে
উপজেলা কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়েছিলেন সাংবাদিক শফিউজ্জামান রানা। এই অপরাধে মোবাইল কোর্ট বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল রানাকে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এই ঘটনার জন্য অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে, শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শিহাবুল আি ফের দিকে।
রানাকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এবং মুক্তির দাবিতে মঙ্গলবার ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিন সকালে ঝিনাইগাতীর প্রধান সড়ক আমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক,সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে।