ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৩:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না এবং ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ করতে হবে। তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি নিশ্চিত করতে মালিকপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে।
ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটি সমন্বয় করে যাতায়াতের সুবিধা মত ঈদের ছুটি দিতে হবে। কোনোভাবেই ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না।
বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।
সাংবাদিকদের প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, শ্রমিকদের ঈদের ছুটি কমানো যাবে না বলে ।
ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি নিশ্চিত করতে মালিকপক্ষকে তাগাদা দেয়া হচ্ছে।
তিনি বলেন, কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামানো যাবে না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেয়া হবে।
কবে নাগাদ শ্রমিকদের পাওনা দেয়া হবে তা বলতে না পারলেও প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই দেয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।