সংবাদ শিরোনাম ::
উলিপুর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মতি শিউলিকে আটক

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় : ২৫২ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মতি শিউলিকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উলিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মতি শিউলি জেলা আওয়ামী লীগের সদস্য।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনে মতি শিউলির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃত আওয়ামী লীগ নেত্রীকে সোমবার বিকেলে আদালতের পাঠানো হয়েছে।