ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
সংবাদ শিরোনাম ::

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ২ ভাই নি‌খোঁজ 

একজনের লাশ পাওয়া গেলেও অপরজন নিখোঁজ রয়েছে

‌শ্যামল ভৌমিক,কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলার ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) না‌মে দুই ভাই নি‌খোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস্য লোকমান হা‌কিম। স্থনীয় বা‌সিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মায়ের অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কত। আজ বেলা তিনটার দি‌কে তা‌দের সহপা‌ঠী রা‌ফি ইসলামকে নিয়ে  ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। স্থানীয়রা  খোঁজাখুঁজির পর সন্ধ্যার আগে ইব্রাহিম এর লাশ পাওয়া গেলেও ইমরান এর কোন খোঁজ পাইনি। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি জানা নেই। তবে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ২ ভাই নি‌খোঁজ 

একজনের লাশ পাওয়া গেলেও অপরজন নিখোঁজ রয়েছে

আপডেট সময় : ১২:৫১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌র উপজেলার ব্রহ্মপুত্র ন‌দে গোসল কর‌তে নে‌মে ইমরান হো‌সেন (৮) ও ইব্রা‌হিম আলী (১২) না‌মে দুই ভাই নি‌খোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শ‌নিবার (১০ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের চর জলাঙ্গারকু‌ঠি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

তারা বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের দেলদারগঞ্জ এলাকার আমিনুল ইসলা‌মের ছে‌লে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই ইউনিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডের ইউপি সদস্য লোকমান হা‌কিম। স্থনীয় বা‌সিন্দা হায়দার আলী ও আবু সাঈদ সরকার জানান, ৬ বছর পূ‌র্বে শিশু ইমরান ও ইব্রাহি‌মের মা‌য়ের স‌ঙ্গে তাদের বাবার বি‌চ্ছেদ হয়। এরপর তা‌দের মায়ের অন‌্যত্র বি‌য়ে হ‌লে শিশু‌ দু‌টি চর জলঙ্গারকু‌ঠির বা‌সিন্দা নানা ইসলাম আলীর বা‌ড়ি‌তে থা‌কত। আজ বেলা তিনটার দি‌কে তা‌দের সহপা‌ঠী রা‌ফি ইসলামকে নিয়ে  ইমরান ও ইব্রা‌হিম ব্রহ্মপুত্র নদে গোসল ক‌রতে না‌মে। এ সময় রা‌ফি তী‌রে উঠ‌তে পার‌লেও তারা দুই ভাই নদী‌তে ডু‌বে নি‌খোঁজ হয়। স্থানীয়রা  খোঁজাখুঁজির পর সন্ধ্যার আগে ইব্রাহিম এর লাশ পাওয়া গেলেও ইমরান এর কোন খোঁজ পাইনি। উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ব‌লেন, বিষয়‌টি জানা নেই। তবে লোক পা‌ঠি‌য়ে খোঁজ নেওয়া হ‌চ্ছে।